|
প্রিন্টের সময়কালঃ ০১ আগu ২০২৫ ০৪:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ণ

শাকিব খানের নতুন সিনেমা ‘কালা জাহাঙ্গীরের জীবনী’ নয়, বললেন প্রযোজক


শাকিব খানের নতুন সিনেমা ‘কালা জাহাঙ্গীরের জীবনী’ নয়, বললেন প্রযোজক


শাকিব খানকে নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদের পরবর্তী সিনেমা ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর—সিনেমাটি নাকি শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে এসব গুঞ্জন পুরোপুরি নাকচ করেছেন সিনেমার প্রযোজক শিরিন সুলতানা।
 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রযোজক জানান, “আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়। এটি ৯০-এর দশকের ঢাকা শহরকে ঘিরে তৈরি একটি কল্পকাহিনি, যেখানে থাকবে অ্যাকশন, রোমান্স, পারিবারিক টানাপোড়েন ও আবেগ-ভালোবাসার মিশ্রণ।"
 

তিনি আরও বলেন, “আমাদের প্রোডাকশন হাউজ 'ক্রিয়েটিভ ল্যান্ড' কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কখনোই বলা হয়নি যে সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক। তাই অনুগ্রহ করে অফিসিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবেন না। গুলিস্তান থেকে গুলশান—সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।”
 

উল্লেখযোগ্য যে, আবু হায়াত মাহমুদ এর আগে কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি জানান, মোশাররফ করিম ও শরিফুল রাজকে নিয়ে সিনেমাটি নির্মিত হবে। মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তবে এরপর দীর্ঘ সময় ধরে প্রকল্পটি থেমে ছিল। হঠাৎ করেই নির্মাতা আবু হায়াত মাহমুদ শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ করেন।
 

জানা যায়, এই নতুন প্রকল্পের প্রাথমিক নাম ছিল ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’, যা ঘিরেই গুজবের সূত্রপাত হয়। যদিও সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
 

পরিচালক জানান, আগস্ট মাসে সিনেমার নাম ও আরও কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করা হবে। মেজবাহ উদ্দিন সুমনের মূল গল্পে সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫