কেরানীগঞ্জ থেকে অপহৃত শিশু সাইফানকে শরীয়তপুর থেকে উদ্ধার

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহৃত আট মাসের শিশু সাইফান মজুমদারকে র্যাবের যৌথ অভিযানে শরীয়তপুর থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া থাকা সাকিলা এনামের পরিবার থেকে গত ১৩ অক্টোবর সাইফানকে অপহরণ করা হয়। বাসায় কাজের জন্য আসা তানজিলা আক্তার পারভীন শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপহরণের মামলা দায়ের করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এরপর র্যাব-৮ ও ১০ যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে শরীয়তপুরের চরলক্ষী নারায়ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং তানজিলাকে গ্রেপ্তার করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫