|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

ভারতের পুনে জেলায় টমেটো বিক্রি করে কোটিপতি এক কৃষক


ভারতের পুনে জেলায় টমেটো বিক্রি করে কোটিপতি এক কৃষক


ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই টমেটোর দাম আকাশছোঁয়া। এর ফলে, টমেটোর অধিক দাম পেয়ে দেশটির মহারাষ্ট্রের পুনে জেলার এক কৃষক কোটিপতি হয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, কোটিপতি হওয়া ওই কৃষকের নাম তুকারাম ভাগোজি। তিনি ও তার পরিবার গত এক মাসে ১৩ হাজার ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। ভারতীয় মুদ্রার এর বাজার দর দেড় কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ টাকা।


তুকারামের মোট জমির পরিমাণ প্রায় ১৮ একর। এর মধ্যে ১২ একরে টমেটো চাষ করেছেন। চাষাবাদে তাকে তার ছেলে ঈশ্বর এবং মেয়ে সোনালি সহযোগিতা করে। তুকারাম দিনে গড়ে ২ হাজার ১০০ ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। শুধুমাত্র গতকাল শুক্রবার তিনি ১৮ লাখ রুপির টমেটো বিক্রি করেন।

গত মাসেই হু হু করে বেড়েছে টমেটোর দাম। আর সেখানেই বিরাট লাভের মুখ দেখেছেন তুকারাম। শুধুতি নন, পুনের জুন্নার এলাকার সবজির বাজারে টমেটো বিক্রি করে বিপুল আয় করেছেন ব্যবসায়ীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫