|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:০৩ অপরাহ্ণ

আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির


আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির


ঢাকা প্রেস,মৌলভীবাজার প্রতিনিধি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতের উদ্দেশ্যে বলেছেন, "আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ দিতে আসবেন না। আগে নিজেদের দিকে তাকান। আপনারা যাদের সংখ্যালঘু বলে আখ্যায়িত করেন, তাদের প্রতি কেমন আচরণ করেন সেটা যাচাই করুন। যুগের পর যুগ ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত, এবং এ দেশের মানুষ তা বারবার প্রমাণ করেছে।"

 

শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জেলা কর্মী সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
 

ডা. শফিকুর রহমান আরও বলেন, "এ দেশে মেজরিটি বা মাইনরিটির কোনো বিভাজন নেই, সবাই গর্বিত বাংলাদেশি নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সাম্য থাকবে এবং বৈষম্য চিরতরে দূর হবে। ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতেই আমাদের লক্ষ্য, যেন জাতি বারবার প্রতারিত না হয়।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫