|
প্রিন্টের সময়কালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ০২:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: পরিবেশ উপদেষ্টা


বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: পরিবেশ উপদেষ্টা


বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত ও শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই টেকসই হর্নমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
 

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নীরব এলাকা’ বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
 

পরিবেশ উপদেষ্টা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতন ও দক্ষ করে তুলতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
 

তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ বজায় রাখার উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে কাজ করবে বলে সরকার আশাবাদী।
 

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখতে পারলে তা পুরো নগরজুড়েই একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬