|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ফ্যানের সঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।
 

পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, আমিনুল ইসলামের বাড়ি নেত্রকোনার মদন এলাকায়। তিনি তার স্ত্রী এবং চার বছরের মেয়ে নিয়ে কিশোরগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর শনিবার কাজে যোগ দেন আমিনুল। সোমবারও অফিসে হাজির ছিলেন।
 

পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কোন সমস্যা ছিল কিনা, সে বিষয়ে আমিনুল কোনো কথা বলেননি। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। খবর পেয়ে আজ মঙ্গলবার আমিনুলের ছোট ভাই শাফায়েতুল ইসলাম এবং স্ত্রী বাড়ি থেকে এসে মরদেহ গ্রহণ করবেন।
 

আমিনুলের ছোট ভাই শাফায়েতুল ইসলাম জানান, তিনি ভাইয়ের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫