বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিয়েছে ডিএসসিসি

দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ আগস্ট) বিকেলে ডিএসসিসি প্রশাসক ড. মুহ. শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের (১৪ লাখ ৯১ হাজার ৬৫৮ টাকা) চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের কাছে হস্তান্তর করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫