চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইনসহ এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌর এলাকার রামকৃষ্টপুরে ডিএনসির জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত নারী মোছা. গেলেনূর বেগম ওরফে গেলে (৬০)। তিনি ওই এলাকার মৃত তরিকুল ইসলামের স্ত্রী। অভিযানের সময় তার কাছ থেকে ১ (এক) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনার পর উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,
“মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫