ঢাকা প্রেস নিউজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালার আলোকে সচিবালয়ে প্রবেশের নিয়মগুলো নিম্নরূপ:
(১) কার্ডধারী কর্মকর্তা ও কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের আগে দেহ আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ব্যাগেজ স্ক্যানারের মাধ্যমে নিরাপত্তা যাচাই করতে হবে।
(২) শুধুমাত্র নির্দিষ্ট গেইট দিয়ে কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে প্রবেশ করতে হবে।
(৩) গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রেও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কার্ড স্ক্যান করে অনুমতি নিতে হবে।
(৪) কিউআর কোডধারী ব্যক্তিরা গেইটে স্থাপিত কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করে প্রবেশের অনুমতি পাবেন।
(৫) গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রেও কিউআর কোড স্ক্যানিং বাধ্যতামূলক।
(৬) প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে অন্যান্য আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে পারে।
(৭) দর্শনার্থীরা অনুমোদিত মন্ত্রণালয়/বিভাগ ব্যতীত অন্যত্র যেতে পারবেন না এবং নির্ধারিত সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করতে হবে। তাদের গতিবিধি প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
(৮) নিরাপত্তা তল্লাশির জন্য স্ক্যানার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, আন্ডার ভেহিকল সার্ভিল্যান্স সিস্টেম, ভেপার ডিটেক্টর ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে।
(৯) অনুমোদিত যানবাহন কারিগরি যন্ত্রের মাধ্যমে তল্লাশি করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে।
(১০) কোনো ব্যক্তি অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। তবে কর্তৃপক্ষের অনুমোদিত নিরাপত্তাকর্মীদের জন্য সরকারি অস্ত্র এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
নতুন নীতিমালার মাধ্যমে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও আধুনিক প্রযুক্তিনির্ভর করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।