|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ০১:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ

সেনা অভিযানে জাফর এক্সপ্রেসের ৩৪৬ যাত্রী উদ্ধার, নিহত ৩৩ সন্ত্রাসী


সেনা অভিযানে জাফর এক্সপ্রেসের ৩৪৬ যাত্রী উদ্ধার, নিহত ৩৩ সন্ত্রাসী


অনলাইন ডেস্ক

 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেন হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৬ জন যাত্রী উদ্ধার করা হয়েছে। বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA)-এর ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং অন্তত ২৮ জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।
 

পাকিস্তান সেনাবাহিনী বুধবার জানায়, দুই দিনের দীর্ঘ অভিযানে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং এসএসজি কমান্ডোরা অংশ নেন। সূত্র: এএফপি, ডন।
 

মঙ্গলবার দুপুরে কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাত্রা করা জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। বিএলএর সন্ত্রাসীরা একটি রেলপথ উড়িয়ে দিয়ে ট্রেনটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে।
 

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, দুর্গম এলাকা এবং মানবঢাল ব্যবহারের কারণে অভিযান চালানো কঠিন ছিল। তবে সেনাবাহিনীর কঠোর প্রচেষ্টায় একে একে সন্ত্রাসীদের নির্মূল করা হয়।
 

তিনি বলেন, অভিযানের সময় সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছিল। সেনাবাহিনীর স্নাইপাররা আত্মঘাতী হামলাকারীদের হত্যা করে একে একে ট্রেনের বিভিন্ন বগিতে প্রবেশ করে যাত্রীদের উদ্ধার করেন।
 

এই অভিযানে ২৭ জন সেনাসদস্য ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন, এবং অভিযানের সময় আরও একজন সেনা প্রাণ হারান। অন্যদিকে, ৩৩ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী।
 

আইএসপিআর দাবি করেছে, এই অভিযান পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় ধরনের সাফল্য।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫