বিস্ফোরক দ্রব্য মামলায় খালেদা জিয়ার অব্যাহতি
ঢাকা প্রেস নিউজ
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা এক বিস্ফোরক দ্রব্য মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৭৯ নম্বর বিস্ফোরক দ্রব্য মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন, এবং হাসপাতালে নেওয়ার দুদিন পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন ২৭ জন।
পরবর্তীতে, ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত দায়িত্বে ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫