বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি বিভাগে ২৫ জন প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ গ্রেডে দুজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে একজনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।
নবম গ্রেডে ১৬টি স্থায়ী পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ইতিহাস বিভাগে দুজন, দর্শন বিভাগে দুজন, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে দুজন, পরিসংখ্যান বিভাগে দুজন, সমাজকর্ম বিভাগে দুজন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুজন, বাংলা বিভাগে একজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজন এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে দুজনকে নেওয়া হবে।
নবম গ্রেডে সাতটি অস্থায়ী পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অধ্যাপক পদের বিপরীতে গণিত বিভাগে দুজন, মার্কেটিং বিভাগে একজন, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগে একজন এবং সহকারী অধ্যাপক পদের বিপরীতে দর্শন বিভাগে একজন, পরিসংখ্যান বিভাগে একজন ও মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগে একজনকে নেওয়া হবে।
যেভাবে আবেদন
আবেদনকারীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশালের ডেসপাচ শাখা থেকে ফরমপ্রতি ৫০ টাকা দিয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আট সেট আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে। তবে গত ৬ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পদে সহকারী অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ৬০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশাল।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৪।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫