|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২১ অপরাহ্ণ

কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার আগে তরুণ পেসার রোহনাতদৌল্লাহ বর্ষনকে দলে ভেড়াল কুমিল্লা


কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার আগে তরুণ পেসার রোহনাতদৌল্লাহ বর্ষনকে দলে ভেড়াল কুমিল্লা


লিগ পর্ব শেষে শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ পর্ব। শিরোপা জয়ের দৌড়ে এখন পর্যন্ত টিকে রয়েছে চারটি দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচের আগে তরুণ পেসারকে  দলে নিয়েছে তারা। 


রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে অনুশীলন করেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার রোহনাতদৌল্লাহ বর্ষন। ধারণা করা হচ্ছে, পেসার মুস্তাফিজুর রহমানের ব্যাক আপ হিসেবেই তাকে দলে নিয়েছে কুমিল্লা। 

কিছুদিন আগে শেষ হওয়া যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে দারুণ পারফরম্যান্স করেছেন বর্ষন। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন ৯ উইকেট। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ষন শিকার করেছিলেন ৪ উইকেট। শেষদিকে ব্যাটিংয়ে নেমে দলের প্রয়োজন মেটাতেও পারদর্শী এই তরুণ। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫