ঢাকা ধামরাই ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ;

ঢাকা প্রেস
সুব্রত দাস,ধামরাই উপজেলা প্রতিনিধি:-
ঢাকা ধামরাই ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ;
যা আরও সাত থেকে দশ দিন চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
নগরের ফুটপাতের কুয়াশা ঘেরা চারিদিকে, দেখা যায় না রাস্তায় একে ওপরের ছবি কথার শব্দ করে পথ চলা পথিক ভাবে জীবন যাপন করছে। এদিকে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে জনদুর্ভোগ।
সোমবার ঢাকা ধামরাই আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, দুই তিন দিনের ব্যবধানে ধামরাই উপজেলা তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে।
তিনি বলেন, আজকে সকাল ৮ ৩০ মিনিটে এই ঢাকা জেলার ধামরাই উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা এবারে শীতে সর্বনিম্ন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫