|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ০৩:১২ অপরাহ্ণ

গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত  দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত 


গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত  দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত 


মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-


গাজায় ইসরাইলি গণহত্যা ও ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে গতকাল (২১ মার্চ) শুক্রবার, বাদ জুমআ, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি দেশব্যাপী পালিত হয়েছে। 


 


 

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ সমূহে বক্তাগণ গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানায়। 
তারা বলেন, এই বর্বরোচিত কর্মকাণ্ড মানবাধিকার, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যা বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ের জন্য হুমকিস্বরূপ।  

 

তারা আরও বলেন, যুদ্ধ বিরতি চুক্তি এক তরফা ভাবে  লংঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। যেখানে নারী, শিশু ও নিরপরাধ বেসামরিক জনগণ প্রতিদিন হত্যা ও নিপীড়নের শিকার হচ্ছে। হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলোর উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই সহিংসতা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।  
 

বক্তারা আরও বলেন, অন্যদিকে, ভারতে উগ্রবাদী গোষ্ঠীগুলি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারের উপর আক্রমণ চালাচ্ছে। মসজিদ ও ধর্মীয় স্থান ধ্বংস, সাম্প্রদায়িক উসকানি এবং পরিকল্পিত সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই কর্মকাণ্ডগুলি ভারতের সংবিধানিক মূল্যবোধের পরিপন্থী এবং দেশের সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।  
 

তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ওআইসি এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি জরুরি ভিত্তিতে আহ্বান জানাচ্ছে, ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধ করতে কার্যকর ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।  


ভারতে মুসলমানদের উপর চলমান সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করতে হবে। দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

 

আমরা বিশ্বব্যাপী শান্তিকামী ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ সকল মানুষকে এই নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে এবং নির্যাতিতদের পাশে দাঁড়াতে আহ্বান জানাই। মানবতা ও ন্যায়বিচারের পক্ষে আমাদের কণ্ঠস্বর আজকের চেয়ে আরও জোরালো হওয়া প্রয়োজন।
 

কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে  রাজধানীর গুলশান নতুন বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ার হোসাইন রাজী। এছাড়া সিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাহুবল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাঙামাটি, গাজিপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫