|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ০৪:১৭ অপরাহ্ণ

অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালত বাড়ানো হবে: আইনমন্ত্রী


অর্থঋণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালত বাড়ানো হবে: আইনমন্ত্রী


ঢাকা প্রেসঃ

অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে আদালত বাড়ানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

 

রোববার (৯ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

মন্ত্রী বলেন, "অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে আমরা উদ্যোগ নিচ্ছি। প্রয়োজনে আদালতও বাড়ানো হবে।"
 

দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে অনিসুল হক বলেন, "সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে। সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না।"
 

তিনি আরও বলেন, "বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারছে না।"
 

দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে, বিচারের সময় সেদিকে খেয়াল রাখতে বিচারকদের আহ্বান জানান মন্ত্রী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫