পদত্যাগ এড়াতে পাঁচ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার প্রধান শিক্ষকের

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
পাঁচ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে চেয়ারে বসলেন কুড়িগ্রামের রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন। সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সামনে তিনি এই অঙ্গীকারবদ্ধ হন।
আজিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
সোমবার ১৯ আগস্ট দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ওই প্রধান শিক্ষক। এ সময় উপস্থিত ছিলেন- রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
অঙ্গীকারনামায় শিক্ষার্থীরা ৯টি দফা উল্লেখ করেন। এই ৯ দফায় বলা হয়েছে- তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বা রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। সময়মতো শিক্ষকদের ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনাসহ শিক্ষার্থীদের ৭৫ শতাংশ উপস্থিত, ড্রেসকোড এবং আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে। সরকারি নির্দেশনা ছাড়া ভর্তি ফি, মাসিক ফি, পরীক্ষা ফি, রেজিষ্ট্রেশন ফি, সার্টিফিকেট নিতে টাকা এবং অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এমন আরও বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাজিবপুর উপজেলার সমন্বয়কারী সদস্য মাহমুদ আহামাদী নেজাত জানান, সারা দেশে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তার দোসরদের পদত্যাগ করতে বলা হয়েছিল; কিন্তু আজিম উদ্দিন যেহেতু আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সেহেতু আমরা তাকে ৯ দফা দিয়ে একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়েছি। সেখানে বলা আছে যদি তিনি এই ৯ দফার একটিও ভঙ্গ করেন তাহলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।
প্রধান শিক্ষক আজিম উদ্দিন আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের সঙ্গে আলোচনা করে পাঁচ টাকার স্ট্যাম্পে দফাগুলো পড়ে আমি স্বেচ্ছায় স্বাক্ষর করেছি। আমি তাদের সহযোগিতা চেয়েছি শিক্ষাপ্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫