চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে হাসিনার দোসররা: ফারুকী

নিউজ ডেস্ক:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্যাপনের জন্য তৈরি করা ফ্যাসিবাদের প্রতীকী মুখাবয়ব ও শান্তির প্রতীক পায়রা আগুনে পুড়ে গেছে। এ ঘটনাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (১২ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, “হাসিনার দোসররা গতকাল (১১ এপ্রিল) ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব আগুনে পুড়িয়ে দিয়েছে। যারা এই দুঃসাহস দেখিয়েছে—তাদের মধ্যে সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগের বি-টিম—সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “এই শোভাযাত্রা থামানোর পেছনে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, তাদের শুধু বিচারের আওতায় আনাই নয়, আমরা নিশ্চিত করবো এবারের শোভাযাত্রা যেন আরও বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ হয়।”
ফারুকী অভিযোগ করেন, “গত রাতের ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, হাসিনার দোসররা চায় না বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক। কিন্তু তাদের এই হামলা আমাদের আরও বেশি দৃঢ়সংকল্পে অটুট করেছে। এবার আমরা আরও বড় পরিসরে, আরও বেশি সংখ্যায় অংশ নেবো।”
‘জুলাই আন্দোলন’ সম্পর্কেও তিনি পোস্টে উল্লেখ করেন, “গত কয়েকদিন ধরে জুলাই আন্দোলনের অনেক সদস্য বলেছিলেন, এবারের শোভাযাত্রা হবে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং ভিন্নধর্মী। এমনকি ফ্যাসিবাদের বিকট মুখাবয়ব রাখা হবে কি না, সে নিয়েও নানা মত ছিল। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতামত জানার চেষ্টা করছিলাম। কিন্তু গত রাতের ঘটনার পর স্পষ্ট হলো—এই দানবের প্রতীকী উপস্থিতি এখন আরও জরুরি হয়ে উঠেছে।”
তিনি শেষ করেন এই বলে, “জুলাই এখনো চলমান।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫