|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার


কুড়িগ্রামে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অ‌ভিযোগে মো. জুবায়ের ইসলাম সাজু নামে এক যুবককে আটক করেছে পু‌লিশ।

 

রোববার (১৩ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে, একইদিন সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন।

 

পরবর্তীতে ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫