|
প্রিন্টের সময়কালঃ ০৭ জুলাই ২০২৫ ১০:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ০১:০৬ অপরাহ্ণ

*কক্সবাজারে নেশাগ্রস্ত বাবার হাতে শিশু কন্যা খুন, মরদেহ খালে ভাসিয়ে দেয়ার অভিযোগ*


*কক্সবাজারে নেশাগ্রস্ত বাবার হাতে শিশু কন্যা খুন, মরদেহ খালে ভাসিয়ে দেয়ার অভিযোগ*


মোহাম্মদ করিম-বিশেষ প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত এক পিতার বিরুদ্ধে নিজের চার বছর বয়সী কন্যাশিশুকে হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 

শনিবার (৫ জুলাই) রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি আমান উল্লাহ (৪০), তিনি ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
 

স্থানীয়রা জানান, ঘটনার রাতে মাদকসেবন করে বাড়ি ফেরেন আমান উল্লাহ। নেশাগ্রস্ত অবস্থায় কোনো কারণ ছাড়াই স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় তাদের চার বছর বয়সী মেয়ে কাছে এলে তাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। এতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।
 

পরে হত্যাকাণ্ড গোপন করতে মেয়ের মরদেহ মনখালী খালে ফেলে দেন তিনি। এদিকে মারধরে আহত স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে ঘটনা জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা দ্রুত ইনানী পুলিশ ফাঁড়িকে খবর দেন।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আমান উল্লাহকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ‘মদ, ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে মারধরের পর মেয়েকে হত্যা করেছি।’
 

উখিয়া থানার ওসি জানান, অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫