এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীরা তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন। ফলে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে কিছু অগ্রগতি হওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় সারা দেশের এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে নোটিশ জারি করে ধর্মঘটের ঘোষণা দেয় ব্যবসায়ী সমিতি। ঘোষণার পর সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও ধর্মঘট প্রত্যাহারের খবরে স্বস্তি ফিরেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬