বেবিচকের নতুন নেতৃত্ব: মঞ্জুর কবীর ভূঁইয়া

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া-কে নিযুক্ত করা হয়েছে। তিনি এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
৯ আগস্ট তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মঞ্জুর কবীর ভূঁইয়া চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আগামী ১১ আগস্ট থেকে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
মঞ্জুর কবীর ভূঁইয়া সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বেবিচকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন। তিনি বেবিচকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার জন্য কয়েকটি নতুন উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন।
সাদিকুর রহমান চৌধুরী-কে ঢাকা বিমান বাহিনী সদর দপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই নতুন নিয়োগের ফলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫