|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ

চারুকলায় বর্ষবরণ শোভাযাত্রার মোটিফে অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের প্রতীকের ক্ষতিতে দুঃখ প্রকাশ


চারুকলায় বর্ষবরণ শোভাযাত্রার মোটিফে অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের প্রতীকের ক্ষতিতে দুঃখ প্রকাশ


নিউজ ডেস্ক:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ শোভাযাত্রার জন্য প্রস্তুত করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ নামের দুটি প্রতীকী মোটিফে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে অনুষদ কর্তৃপক্ষ। এতে একটি মোটিফ সম্পূর্ণ এবং অন্যটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চারুকলা অনুষদ।
 

চারুকলা অনুষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
 

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতীকী মোটিফ তৈরি করেন। এর মধ্যে ছিল দানবীয় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’। এসব মোটিফ অনুষদের দক্ষিণ পাশের গেট–সংলগ্ন প্যান্ডেলের ভেতরে সংরক্ষিত ছিল।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্বৃত্তরা প্যান্ডেলে ঢুকে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফে আগুন লাগায়। আগুনের ফলে ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে পুড়ে যায়।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ জানান, ঘটনার সময় দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ে ছিলেন। সেই সুযোগেই হয়তো এই নাশকতামূলক কাজটি সংঘটিত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫