|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০২:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল


তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল


ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক :-



রাজধানীর উত্তরা ১২-১৩ মোড় হতে জমজম টাওয়ার হয়ে সিঙ্গারের মোর ও কদম চত্বর ( ময়লার মোড় )পর্যন্ত এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করে যুবদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ।

 

মিছিলে প্রধান নেতৃত্বকারী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের সাবেক টিম প্রদান  শিমুল আহমেদ ও মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান।
 

বৃহত্তর উত্তরার বিভিন্ন থানা ওয়ার্ডের যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ওয়ার্ডের শ্রমিক দলের নেতৃবৃন্দ এ সময় মিছিলে অংশগ্রহণ করেন।
 

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কে একুশে আগস্ট গ্রেনেড হামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বেকসুর খালাস প্রদান করায় উত্তরায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করা হয় ।
 

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের সাবেক টিম প্রদান শিমুল আহমেদ বলেন, দেশ এখন ন্যায়বিচার পেতে শুরু করেছে।
 

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ আজ একুশে আগস্ট গ্রেনেড হামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বেকসুর খালাসে পেয়েছেন আমি মনে জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের মানুষ আজ অনেক খুশি তাই আমাদের এই আনন্দ মিছিল। সারা বাংলাদেশ  অপেক্ষায় আছে আমাদের প্রিয় নেতা দেশে আগমনের জন্য ।
 

মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান বলেন, নিজ দেশের মাটি ভূমিকে যে নেতা ভালবাসে সেই নেতা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আমরা এখন শুধু অপেক্ষায় আছি তার আগমনের।
 

পরবর্তীতে আনন্দ মিছিল শেষে সকল নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল সমাপ্ত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫