মুরাদনগরে সড়কের দু’পাশে আগাছা পরিষ্কার ও সৌন্দর্য বর্ধন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-
মুরাদনগরে সড়কের দু’পাশে আগাছা পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছেন মুরাদনগর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) কুমিল্লার মুরাদনগর উপজেলা ১৬নং ধামঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অলিউল্লাহ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নাঈম সরকার, ইউপি সদস্য আ. রশিদ ও গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ অলিউল্লাহ সভাপতিত্বে উদ্বোধনকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আবদুর রহমান। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ শুধু নান্দনিকতার জন্য নয়, সুস্থ ও স্বাস্থ্যকর জীবনের জন্যও অপরিহার্য। আগাছা পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে মানুষ যেমন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তেমনি পরিবেশও হবে বাসযোগ্য। এ কাজে স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই ধামঘর ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ এলাকায় পরিণত করতে। সড়কের দু’পাশে নিয়মিতভাবে সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার পর সড়কের দু’পাশে গাছ লাগানো হবে, যাতে রাস্তার সৌন্দর্যের সাথে সাথে পরিবেশও সবুজ ও শীতল থাকে। একইসঙ্গে এলাকার খালগুলো থেকেও কচুরিপানা অপসারণ ও নিধনের ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫