|
প্রিন্টের সময়কালঃ ০২ নভেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ

দেবিদ্বারে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানায় নাশকতার মামলা


দেবিদ্বারে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানায় নাশকতার মামলা


আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি:-


 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার অংশে ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
 

শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলানাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন:
গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী মো. জালাল (২৮);
ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে ও সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন সরকার (৩৮);
বুড়িরপাড় গ্রামের মোহর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী হরমুজ মুহুরী (৫০) এবং একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪);
সাবেরপুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছাত্রলীগ সদস্য গোলাম কিবরিয়া (২২);
বরাট গ্রামের মো. সেলিমের ছেলে যুবলীগ সদস্য মো. সুজন (২৬);
পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭) ও মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০);
বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭);
দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে পৌর যুবলীগের সহসভাপতি আল আমিন (৪২);
একই গ্রামের মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৪)।

 

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১১ জন এজাহারনামীয় আসামি। আটক ৬ জনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলার আরও ৭ জনকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫