গাইবান্ধায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবাসহ সামিউল মিয়া (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তর।
সোমবার (৬ জানুয়ারি ) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তর। গ্রেফতার সামিউল মিয়া ওই গ্রামের নজিজল হকের ছেলে।
মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৬ জানুয়ারি) সকাল ৮-১০ মিনিটে সামিউল মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫