|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুন ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াই


ওয়েস্ট ইন্ডিজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াই


দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। হারতে হয়েছিল স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার আয়োজক হিসেবে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২২-এর সেই স্মৃতি ভুলে যেতে চায় তারা। এবার যদিও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই খেলা হচ্ছে। আয়োজক দেশ হিসাবেই খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তাই জিততে চান কাপ।

 

শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। ইতোমধ্যে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়েছে তারা। ইন্ডিজ অধিনায়ক পাওয়েল বলেন, স্পনসররা চান জয়। তারা জয়ী দলের সঙ্গে থাকতে চান। ওয়েস্ট ইন্ডিজ জিতলে আর্থিকভাবেও উন্নতি হবে বোর্ডের। ট্রফি জিতলেই একমাত্র আর্থিক লাভ হয়। আমি গর্বিত এটা দেখে যে, আমার নেতৃত্বে দল উন্নতি করেছে। 

 

বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল বলেন, আমি যখন প্রথম অধিনায়ক হই, তখন আমরা তালিকায় আট বা ৯ নম্বরে ছিলাম। সেই সময় বুঝতে পারি যে, আমরা সিরিজ জিততে পারছি না বলে এত নিচের নেমে গেছি। তাই অধিনায়ক হওয়ার পর সিরিজ জেতার চেষ্টা করি। সফল হলেই উন্নতি। এখন ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি তালিকায় চতুর্থ স্থানে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫