|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০২:৫৩ অপরাহ্ণ

বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তারে বেলাব থানা-পুলিশ সহযোগিতা করেছে।
 

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাই মাসে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নজরুল ইসলামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫