|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

কুড়িগ্রাম পাউবো কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন


কুড়িগ্রাম পাউবো কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

তিস্তার ভাঙ্গনরোধে ব্যবস্থা না নেওয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বদলির দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড়ের মানুষ।


 

 

১৪ অক্টোবর, সোমবার দুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে এসে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে অংশ নেন তিস্তার ভাঙন কবলিত এলাকার শত শত ভুক্তভোগী মানুষ।


 

 

এ সময় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আজিজার রহমান, মো: মিন্টু মিয়াসহ অন্যান্যরা।

 

বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙন রোধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং ভাঙন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন। এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ারডাঙ্গা, বিদ্যানন্দসহ পার্শ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে যায়।

 

অথচ পূর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরি ভিত্তিতে কাজ করে তিস্তার ভাঙন ঠেকানোর কাজ করে তাদের ঘর-বাড়ি রক্ষা করেছিল। এ অবস্থায় বর্তমান নির্বাহী প্রকৌশলীকে বদলি করে একজন দক্ষ নির্বাহী প্রকৌশলীকে নিয়োগ দেয়ার দাবি জানান তারা। এ সময় তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

 

পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মানব বন্ধনকারীরা।

 

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এ মৌসুমে তিস্তার ভাঙন রোধে ৭-৮টি স্পটে আমরা কাজ করেছি। তবে কিছু স্থানে ভাঙন আছে, সেখানেও টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫