|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ

ভারতের দাবি ফারাক্কার পানি ছাড়া হয়েছে ঢাকাকে জানিয়ে


ভারতের দাবি ফারাক্কার পানি ছাড়া হয়েছে ঢাকাকে জানিয়ে


ফারাক্কা থেকে পানি ছাড়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারত জানিয়েছে, বর্ষায় প্রতি বছর পানি ছাড়া হয় এবং ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে। গত ২৪ অগাস্ট ফারাক্কা থেকে পানি ছাড়া শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে ফারাক্কায় ১০৯টি গেট। কোনো গেট তিন বা চার ফুট, কোনো গেট ১০ বা ১২ ফুট খুলে দেওয়া হয়েছে। ফারাক্কা থেকে বাংলাদেশে যে পানি আসে, তা চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে পদ্মায় প্রবেশ করে। সেখানে সোমবার পানি স্তর ২০ দশমিক পাঁচ মিটার ছিল। বিপৎসীমা হলো ২২ দশমিক পাঁচ মিটার। 


ভারতের বক্তব্য

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়া নিয়ে মিডিয়া রিপোর্ট আমরা দেখেছি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই গেট খোলার মাধ্যমে ১১ লাখ কিউসেক পানি নিচের দিকে গঙ্গা ও পদ্মায় গিয়ে মিশেছে। জয়সওয়াল বলেছেন, বর্ষার সময়ে পানি ছাড়ার ঘটনা স্বাভাবিক। গঙ্গার উপরিভাগের এলাকায় বেশি বৃষ্টি হলে ফরাক্কায় পানি বেড়ে যায়। 

 

রণধীর জয়সওয়াল বলেছেন, এটা বুঝতে হবে, ফারাক্কা কোনো ড্যাম নয়, এটা ব্যারাজ মাত্র। যখন পানির স্তর একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যায়, তখন বাড়তি যে পানি আসে সেটা বের হয়ে যায়। এটা একটা কাঠামো, যা ফারাক্কা ক্যানালে ৪০ হাজার কিউসেক পানির ধারা বজায় রাখে। এটা খুবই সতর্কতার সঙ্গে করা হয়েছে। ৪০ হাজার কিউসেকের অতিরিক্ত পানি যাতে বাংলাদেশে যেতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।

 

রণধীর জানিয়েছেন, প্রটোকল অনুযায়ী বাংলাদেশের যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সব তথ্য দেওয়া হয়। ঠিক সময়ে ও নিয়মিত তথ্য দেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি। তিনি বলেন, অনেক ভুয়া ভিডিও আমাদের নজরে এসেছে।  ভুল বোঝাবুঝি যাতে হয়, তার জন্য অনেক রটনা, ভয় দেখানোর বিষয়ও সামনে এসেছে। প্রকৃত তথ্য দিয়ে তার মোকাবিলা করা দরকার।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫