তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকদের আন্দোলন অব্যাহত থাকবে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার, স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ গঠনের খসড়া না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. আব্দুল আহাদ।
তিনি জানান, উপরোক্ত তিন দাবিতে তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, কর্মসূচি চলাকালে চালু থাকবে জরুরী সেবা। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বহির্বিভাগ সেবা চালু থাকবে। আর রুটিন সেবা বন্ধ থাকলেও ইনডোর সেবা চলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫