|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ণ

তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকদের আন্দোলন অব্যাহত থাকবে


তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত  চিকিৎসকদের আন্দোলন অব্যাহত থাকবে


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার, স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ গঠনের খসড়া না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক  ডা. আব্দুল আহাদ।

 

তিনি জানান, উপরোক্ত তিন দাবিতে তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, কর্মসূচি চলাকালে চালু থাকবে জরুরী সেবা। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বহির্বিভাগ সেবা চালু থাকবে। আর রুটিন সেবা বন্ধ থাকলেও ইনডোর সেবা চলবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫