|
প্রিন্টের সময়কালঃ ০৩ জুলাই ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্যবসায়িকে তুলে নিয়ে মারপিটের অভিযোগে স্কুল শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 


সাতক্ষীরায় ব্যবসায়িকে তুলে নিয়ে মারপিটের অভিযোগে স্কুল শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 


ঢাকা প্রেস

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-

 

সাতক্ষীরায় আদালতে করা ৭ লক্ষ টাকার চেকের মামলা তুলে না নেওয়ায় রেজাউল সরদার গংরা এক ব্যবসায়িকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে জোর পূর্বক ১শত টাকার ৩টি নন জুডিসিয়াল অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বকচরা গ্রামের ব্যবসায়ি মোঃ তরিকুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন এই অভিযোগ করেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব পরিচয়ের জের ধরে তালা উপজেলার শিরাশনি গ্রামের আজিজ উদ্দীন সরদারের ছেলে মোঃ রেজাউল সরদার (মাষ্টার) তার স্বামী তরিকুল ইসলামের কাছ থেকে সাত লক্ষ টাকা ধার নেয়। প্রমান স্বরূপ রেজাউল তার নামীয় রূপালী ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার অনুকূলে ৭ লক্ষ টাকার একটি চেক আমার স্বামীকে প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ব্যাংক থেকে চেক ডিজঅনার করে আদালতে একটি মামলা দায়ের করা। (মামলা নং- ১৯৩১/২৩)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে।


আঞ্জুয়ারা খাতুন অভিযোগ করে বলেন, মামলা চলমান থাকা অবস্থায় রেজাউল সরদার আমার স্বামীর সাথে আপোষ মিমাংসা করে নিবে বলে জানায়। কিন্তু পরবর্তীতে সে কোন আপোষ মিমাংসায় আসে না। একপর্যায় রেজাউল সরদার তার ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে গত ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকচরা মোড়ে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান "তরিকুল ষ্টোর” দোকানে যায়। এসময় তারা মাত্র এক লক্ষ  টাকায় মিমাংসা করে মামলা তুলে নিতে বলে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় রেজাউলসহ তার অন্যান্য সহযোগীরা আমার স্বামী তরিকুলকে দোকান থেকে তুলে নিয়ে রসুলপুর ক্লাবে নিয়ে আটকে রেখে ব্যাপক মারপিট করে। এসময় তাকে খুন জখম করার হুমকি দিয়ে তারা তার কাছ থেকে জোর পূর্বক ১০০ টাকার ৩টি নন জুডিসিয়াল অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এঘটনায় তরিকুল বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বর্ণিত আসামীদের অব্যহত হুমকিতে বর্তমানে তিনি অসুস্থ স্বামী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মিত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

রেজাউল মাষ্টারের দখল হতে ষ্ট্যাম্প ৩টি উদ্ধার পূর্বক তার ও অন্যান্য সহযোগিদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে  সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তরিকুলের স্ত্রী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫