|
প্রিন্টের সময়কালঃ ১৪ অক্টোবর ২০২৫ ০৩:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৫ ০১:৪৮ অপরাহ্ণ

🌿 ফুলবাড়িতে পরিবেশ রক্ষায় ছাত্রদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচি


🌿 ফুলবাড়িতে পরিবেশ রক্ষায় ছাত্রদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচি


মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


এ আয়োজনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৯তম দফা—“পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় টেকসই উদ্যোগ গ্রহণ”—এর বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

 

বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-সদর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এর বড় ছেলে ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েস কারণি।
 

বৃক্ষরোপণ শেষে ওয়ায়েস কারণি বলেন,

“তারেক রহমান আমাদের শিখিয়েছেন—দেশ গড়ার শুরু হয় গাছ লাগানো দিয়ে। প্রকৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, এটি আগামী প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।”


কর্মসূচিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
 

নেতাকর্মীরা জানান, পরিবেশ রক্ষায় দলীয় এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে।
 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বড়ভিটা ইউনিয়নের মানুষকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে এবং সবুজ ভবিষ্যৎ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 🌱


 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫