|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১০:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১১ অপরাহ্ণ

জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ আত্মপ্রকাশ


জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ আত্মপ্রকাশ


জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (এইম)’। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।
 

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আংশিক আহ্বায়ক কমিটি, লক্ষ্য ও রূপরেখা ঘোষণা করা হয়।
 

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াতুল্লাহ বেহেস্তী এবং সদস্যসচিব হয়েছেন শেখ নাজমুস সাকিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাফিদ, শামস, স্বাধীন, শিপু, মঈন, তৌফিক শাহরিয়ার, জারিফ, সোহান, ইশতিয়াক, শিপন ও গালিব। পরবর্তীতে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
 

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেস্তী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছিল, তা যেন নষ্ট না হয় এবং বিপ্লব যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুক্ষিগত না হয়—এই শঙ্কা ও ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’-এর সূচনা। তিনি বলেন, বৈষম্যহীন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়াই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
 

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। “আমরা কোনো এনজিও বা রাজনৈতিক দোকান খুলতে আসিনি। আমরা এসেছি একটি ভয় থেকে—জুলাইয়ের রক্ত যেন বৃথা না যায়,” বলেন তিনি। বিপ্লব নিয়ে আবেগ নয়, বরং বাস্তব হিসাব-নিকাশের সময় এসেছে বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ বেহেস্তী।
 

সদস্যসচিব শেখ নাজমুস সাকিব বলেন, কোনো দল বা গোষ্ঠী রাষ্ট্রের ঠিকাদারি নিতে পারবে না। রাষ্ট্র পরিচালিত হবে মেধা, যোগ্যতা ও ন্যায়ের শাসনের ভিত্তিতে। শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নাগরিকের অধিকার—এগুলো দয়া বা ভিক্ষা হিসেবে নেওয়া হবে না বলেও তিনি জানান। আহত ও শহীদদের পরিবার পুনর্বাসনে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত ও ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
 

তিনি আরও বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলে দাবি জানান তিনি। ভবিষ্যতে বৈষম্য বা দলীয়করণ দেখা গেলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 

প্ল্যাটফর্মের লক্ষ্য ও রূপরেখা উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী রবিউস সানি শিপু। রূপরেখায় উল্লেখ করা হয়— বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ইতিহাস সংরক্ষণ, আহত ও নিহতদের সঠিকভাবে গেজেটভুক্ত করা, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে উপদেষ্টাদের জবাবদিহির আওতায় আনা, বিগত সরকারের আমলে সংঘটিত জাতীয় পর্যায়ের অবিচারের বিচার নিশ্চিত করা এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬