সীতাকুণ্ডে স্বামীর পরকীয়ার কারণে নির্যাতিত স্ত্রীর সংবাদ সম্মেলন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ-
সীতাকুণ্ডের মাজেদা বেগম (২৪) সোমবার (২ সেপ্টেম্বর) সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানান, বিয়ের পর থেকে স্বামী মোঃ দিদার হোসেন (২৩) তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করছেন। মাজেদা বলেন, “আমাদের বিয়ে হয় ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি। স্বামী বিয়ের পর থেকেই যৌতুক দাবি করেছিল। আমি ১ লাখ টাকা দিয়েছি। বিয়ের নয় মাস পর স্বামী আমাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে কোন ভরণ-পোষণ দেয়নি এবং আমার সাথে যোগাযোগও করেনি।”
মাজেদা আরও বলেন, “স্বামী আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পর শুধুমাত্র খাওয়াদাওয়া নিশ্চিত করেছে, কিন্তু আমার অন্যান্য চাহিদা পূরণ করেনি। বরং আমাকে আরও টাকা আনার জন্য শারীরিকভাবে নির্যাতন করেছে। পরিস্থিতি আরও খারাপ হয়, যখন গত রমজান থেকে সে টিকটকে চট্টগ্রামের আগ্রাবাদের এক নারী রিপা মনি (২৬) এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমাকে মারধর শুরু করে এবং বলেছে, ‘সব মেনে নাও, না হলে তুই তোর রাস্তা ধর।’”
মাজেদা জানান, “একবার রাতে স্বামী আমাকে মারধর করতে শুরু করলে চিৎকারে আমার ননস (জুলি আক্তার) কাছে ডাকতে গিয়েও সে আমাকে আরও মারধর করেছে। আমি শ্বশুরের কাছে অভিযোগ করলে তিনি ছেলে দিদারকে মারতে না দিয়ে উল্টো আমাকে ভৎসনা করেছেন।” তিনি আরও বলেন, “স্বামী যেখানেই যায়, বাড়িতে ফিরে আসে এবং ননসও আমাকে হুমকি দেয় যে সে অন্য নারীর সঙ্গে যাচ্ছে। এর ফলে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি এবং আমার জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।”
মাজেদা বেগম স্পষ্ট করে বলেন, “আমি চাই আমার স্বামী এই পরকীয়া থেকে ফিরে আসুক। টিকটকের রিপা মনি যেন আমার জীবন থেকে সরে যায়। তা না হলে আমি তাদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করব। বর্তমানে আমার স্বামী দিদার রিপা মনিকে নিয়ে কক্সবাজারে রয়েছেন। তার মা-বাবা তাকে সহযোগিতা করছে এবং আমার যৌতুক চাওয়ায় বাধা সৃষ্টি করেছে। আমি আমার পরিবার ও আইনকে এই পরিস্থিতির সমাধান করতে চাই।”
এর আগে মাজেদার স্বামী দিদার হোসেনকে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “রিপার সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু আমার স্ত্রী মেনে নিচ্ছেন না। যৌতুক চাওয়া বা মারধরের অভিযোগ সত্য নয়। কিছু ঝগড়া হয়েছে, যা স্বাভাবিক।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫