সন্দ্বীপে পারিবারিক বিরোধে ছয় বছরের শিশুহত্যা, প্রতিবেশী আটক

সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:-
চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আলী হোসেন। সে স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মগধরা ইউনিয়নের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে শিশুটি মাদ্রাসা থেকে ফেরার পথে প্রতিবেশী জাহাঙ্গীর আলম তার ওপর হামলা চালায়। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার সময়েই আলী হোসেন মারা যায়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫