শাহবাগ মোড়ে শিক্ষকদের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা প্রেস নিউজ:-
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাঁরা সড়ক অবরোধ করে চলাচল বন্ধ করে দেন, যার ফলে শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল থেমে যায়।
দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের বামপাশের সড়কে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এবং ডানপাশে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা অবস্থান নেন। এসময় চারপাশে পুলিশ সদস্যরা অবস্থান নেন। শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে একটি জলকামান এবং এপিসি রাখা হয়।
এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন জানান, এনটিআরসিএ ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করলেও চাকরির সুপারিশ পাননি, অথচ কিছু ব্যক্তি আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রত্যাশীরা বলেন, "আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। এই সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছিল, কিন্তু এখন সেটি বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই, দ্রুত এই রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হোক।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫