|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০২:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০২:১৮ অপরাহ্ণ

বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ


বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে লং মার্চ


ঢাকা প্রেস নিউজ

 

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সহযোগী সংগঠন ‘ঢাকা টু আখাউড়া লং মার্চ’ শুরু করেছে।
 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ‘ভারতীয় আগ্রাসন’-এর প্রতিবাদ জানিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চের উদ্বোধন করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লং মার্চের উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘দিল্লির সাম্প্রদায়িক শাসকদের প্রতি আমাদের বার্তা—আপনারা লেডি ফারাওকে ১৬ বছর ধরে ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছেন। এখন ভারত গণতান্ত্রিক দেশগুলোর কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছে, কারণ তারা চায় না বাংলাদেশ জনগণের ইচ্ছায় পরিচালিত হোক।’
 

এর আগে সকাল ৭টা থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও পোস্টার, মাথায় ছিল রঙিন টুপি।
 

লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ভারত বয়কটের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫