গোপালগঞ্জ জেলায় মুক্তি পেলো শতভাগ ভূমিহীন ও গৃহহীন

গোপালগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবন থেকে গোপালগঞ্জ জেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন তিনি। এ সময় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৭৩৬ জনকে জমির কাগজপত্র ও ঘরের চাবি তুলে দেওয়া হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হল রুমে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা প্রশাসক টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০টি উপকারভোগী পরিবারের হাতে জমির কবুলিয়ত, নামজারী খতিয়ান, সনদপত্র, নামজারী ডিসিআর তুলে দেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে ৩৪১ জন উপকার ভোগীর হাতে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফারহানা জাহান উপমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসীন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মো: কামরুজ্জামান লুটুল, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
এ ছাড়া কোটালীপাড়া উপজেলায় ১৫টি, মুকসুদপুরে ২১৯টি ও কাশিয়ানীতে ১১১টি উপকারভোগীর হাতে চাবী ও কাগজপত্র তুলে দেন স্ব স্ব উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, গোপালগঞ্জের পাঁচটি উপজেলার জন্য ৫হাজার ১০৭টি ঘরের চাহিদার বিপরীতে ৫ হাজার ১০৭টি ঘর বরাদ্দ পাওয়া যায়। আজ ৭৩৬টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে জেলার সকল ভূমিহীন পরিবার ঘর পেয়েছেন। আজ থেকে গোপালগঞ্জ জেলা শতভাগ ভূমিহীন মুক্ত হলো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫