ফটিকছড়ির ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু

ঢাকা প্রেস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের ফটিকছড়িতে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যু ঘটেছে।
গত ২৫ আগস্ট, ফটিকছড়ি নাজিরহাটের সেন্ট্রাল পার্ক হাসপাতালে প্রসব বেদনা শুরু হওয়ায় মুন্নী আকতার নামে এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থা আচমকা খারাপ হয়ে যায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর ১ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।
মৃতের পরিবার সেন্ট্রাল পার্ক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে। তাদের দাবি, হাসপাতালের অবহেলার কারণেই মুন্নী আকতারের মৃত্যু হয়েছে। এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ জনতা হাসপাতালে হামলা চালায়।
এই ঘটনার তদন্তের জন্য চট্টগ্রাম সিভিল সার্জন একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সত্যতা উদঘাটন করা হবে।
মুন্নী আকতার ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছিলেন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে।
মুন্নী আকতারের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন আসার পরই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫