|
প্রিন্টের সময়কালঃ ১৩ মে ২০২৫ ০৩:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ণ

ঢাকার শেয়ারবাজারে কৃত্রিম উত্থান টিকল না একদিনও


ঢাকার শেয়ারবাজারে কৃত্রিম উত্থান টিকল না একদিনও


জ সপ্তাহের প্রথম দিনে ঢাকার শেয়ারবাজারে সূচকের পতনের পাশাপাশি লেনদেনেও ধীর গতি দেখা যাচ্ছে। গত সপ্তাহের বেশির ভাগ দিনই বাজারে এক ধরনের মন্দাভাব ছিল, বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থার বৈঠকের খবরে সূচকের উত্থান হলেও আজ সূচক আবারও নিম্নমুখী।

গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই বৈঠকের খবরে সেদিন কৃত্রিমভাবে শেয়ারেরে দাম ও সূচকের উত্থান ঘটানো হয়।


কিন্তু আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সেই কৃত্রিম উত্থানের ধারা ধরে রাখা যায়নি। সূচক কমেছে, সিংহভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে। দিনের প্রথম সোয়া এক ঘণ্টায় দাম বেড়েছে খুবই কমসংখ্যক কোম্পানির। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেনদেন, প্রথম এক ঘণ্টা ২৪ মিনিটে লেনদেন হয়েছে ১২২ কোটি টাকার। বৃহস্পতিবার বাজারের কৃত্রিম উত্থান হলেও বাজার সংশ্লিষ্ট মানুষেরা সংশয় প্রকাশ করেছিলেন, এই উত্থান ধরে রাখা যাবে কি না। তাদের আশঙ্কাই আজ সত্য হয়েছে।


বেলা ১১টা ২৪ মিনিটে বাজারের তিনটি সূচকই ছিল নিম্নগামী-প্রধান সূচক ডিএসইক্সের পতন হয়েছে ৯ দশমিক ৮ পয়েন্ট; ডিএসইএস সূচকের পতন হয়েছে ১ দশমিক ৮৫ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ৪ দশমিক ৮৮ পয়েন্ট।

আজ লেনদেনের শীর্ষে আছে ফুওয়াং ফুড, উল্লিখিত সময়ে এই কোম্পানির লেনদেন হয়েছে ১৯ কোটি টাকার শেয়ার; দ্বিতীয় স্থানে আছে সি পার্ল, এই কোম্পানির লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার; তৃতীয় স্থানে আছে জেমিনি সি, এই কোম্পানির লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫