|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ এপ্রিল ২০২৩ ০৩:১১ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা থেকে ফিরেই সোনা জয় রোমানের, ছন্দপতন দিয়ার


নিষেধাজ্ঞা থেকে ফিরেই সোনা জয় রোমানের, ছন্দপতন দিয়ার


যেন এই দিনটির অপেক্ষায় ছিলেন রোমান সানা। গত বছরের নভেম্বরে শৃঙ্খলা ভাঙার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোমান সানা। প্রায় চার মাস পর শর্ত সাপেক্ষে ৭ মার্চ রোমানের নিষেধাজ্ঞা তুলে নেয় ফেডারেশন। এরপর তাকে অনাবাসিকভাবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। সুযোগ দেওয়া হয় ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার।

সেই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আজই কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে নামেন রোমান। টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস আর্চারি টুর্নামেন্টে ফিরেই নিজেকে চেনালেন বাংলাদেশের আর্চারির পোস্টারবয়। ছেলেদের রিকার্ভের এককে জিতলেন সোনার পদক।

রোমানের ফেরার দিনে হতাশ করেছেন দিয়া সিদ্দিকী। মেয়েদের এককের সেমিফাইনালে দিয়াকে হারিয়ে দিয়েছেন ফেডারেশনের প্রতিভা অন্বেষণ থেকে উঠে আসা আর্চার যুথী রানী। ফাইনালে অবশ্য যুথীকে হারিয়ে সোনা জেতেন শ্রাবণী আক্তার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫