|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৪:০০ অপরাহ্ণ

যশোরে স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?


যশোরে স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?


ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
 

যশোর সদর উপজেলার হৈবতপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র ১১ বছর বয়সী তাসফিয়া হক রিয়া নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

মঙ্গলবার সকালে তার বাবা তাকে ঘরে না পেয়ে খুঁজতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
 

মৃত তাসফিয়া মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। তারা বলছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি।
 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মেয়েটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার সত্যতা জানা যাবে।
 

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫