|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ণ

অগ্নি পথে তোমাকে চাই


অগ্নি পথে তোমাকে চাই


ঢাকা প্রেস নিউজ 

লেখা:- শাহনাজ প্রধান

 

 

অগ্নিতে তোমায় খুঁজিতা

ইতো বসতি গড়েছি আগ্নেয়গিরির গিরিপথে!

আমি লড়বো অগ্নিপথে
যে পথে অগ্নিযন্ত্রণা বিরাজ করে!
আমি চাই তোমাকে যে কোনো পথে!

 

পথ ভুলে মনের আবেশে
আসো যদি চন্দ্রপ্রহরে মৃত্যুদূত হয়ে
মৃত্যু যন্ত্রণা ভুলে ভেসে যাবো তোমার সাথে প্রেমের স্রোতে!


কষ্টের গহ্বরে মরতে চাই
হৃদয় রক্তাক্ত করেও যেনো তোমাকে পাই!
স্রোতস্বিনী নদীর স্রোত যদি না টলাতে পারে হৃদয়
তবে কেমন করে পাবে আমার মোহময়!
বলো কেমন করে পাবে স্রোতস্বিনীর আবেশে ভরা হৃদয়?


প্রেমস্রোত অগ্নিপথে তোমায় নিতে যায়!
স্রোতের টানে অগ্নি নিভিয়ে বয়ে দিবো তোমায়!


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫