|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৩ ০২:১৪ অপরাহ্ণ

লা লিগায় প্রথম জয় চ্যাম্পিয়ন বার্সেলোনা


লা লিগায়  প্রথম জয় চ্যাম্পিয়ন বার্সেলোনা


লা লিগায় চলতি আসরে প্রথম জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল কাতালান ক্লাবটি। রবিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

ন্যু ক্যাম্প সংস্কারের কাজে থাকায় রবিবার অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৮১ মিনিট পর্যন্ত গোলশূন্যই ছিল ম্যাচটি। সে সময় মনে হচ্ছিল, আরেকটি ড্র অপেক্ষা করছে বার্সার জন্য। তবে ম্যাচের ৮২তম মিনিটে বার্সাকে গোল এনে দেন মিডফিল্ডার পেদ্রি।


সাবেক ম্যানসিটি অধিনায়ক ইলকায় গুন্দোয়ানের পাস রিসিভ করে দারুণ শটে বল জালে পাঠান এই স্প্যানিশ তরুণ।

বার্সা দ্বিতীয় গোলটি পায় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। রবার্ট লেভানদোস্কির ফ্লিক থেকে ব্যবধান ২-০ করেন ফেরান তোরেস। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এই জয়ের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট হলো বার্সার। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পাঁচে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫