|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৪ অপরাহ্ণ

নতুন মামলায় গ্রেপ্তার ৩ জন: সালমান, শম্ভু ও সাবেক আইজিপি


নতুন মামলায় গ্রেপ্তার ৩ জন: সালমান, শম্ভু ও সাবেক আইজিপি


ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আশুলিয়া থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

আজ বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
 

জানা গেছে, এক মামলায় সালমান ও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আরেক মামলায় শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে।
 

কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে? আইনজীবী জানান, আশুলিয়া থানার মামলায়। এরপর তিনি জানতে চান, শ্যোন অ্যারেস্ট হয়েছে কি না? আইনজীবী নিশ্চিত করেন। এরপর সালমান এফ রহমান আইনজীবীর সঙ্গে কথা বলেন। শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে আলোচনা করতে দেখা গেছে, তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন নীরব।
 

এদিন, ডা. এনামুর রহমানকে দেখতে তার ছেলে আদালতে আসেন এবং চোখ ও হাতের ইশারায় কথা বলেন। পরে পুলিশ তাদের বের করে দেয়।
 

শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫