চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মতবিনিময় সভা ৮ মার্চ, শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
এছাড়া ও চট্টগ্রামের বিভিন্ন সেবা সংস্থার দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি।
সকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে নৌ-যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন ফেরীঘাটের নির্মাণ কাজের অগ্রগতি ও পরবর্তীতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন।
এসময় তিনি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে উন্নয়ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের বিশেষ দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫