শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক তিন মহাপরিচালক এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ রোববার (২১ ডিসেম্বর) এই আদেশ দেন। নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার, ২৩ ডিসেম্বর।
এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। পাশাপাশি মামলায় গ্রেফতারকৃত ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছিল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন।
একই দিনে, রামপুরায় ২৮ জন হত্যার মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম এবং দুই কর্মতাসহ চার আসামির পক্ষে আইনজীবীরা শুনানি করবেন। এই মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম ইতিমধ্যেই গ্রেফতার রয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫