|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০২:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ

১৭ বছর পর মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর


১৭ বছর পর মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর


ঢাকা প্রেস নিউজ:-

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর আজ (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার কারামুক্ত হয়েছেন। সব মামলায় খালাস পাওয়ার পর আজ দুপুর ২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ ঢাকা প্রেস অনলাইন নিউজ প্রোর্টাল কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পরই বাবর মুক্তি পান। কারাগারের সামনে সকাল থেকেই তাকে বরণ করে নিতে শতাধিক মানুষ ভিড় জমায়।


গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পান। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।


বিএনপির নেত্রকোনা-৪ আসনের (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে দলীয় নেতাকর্মী, তার পরিবার এবং এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে আনন্দে তোরণ নির্মাণ করা হয়েছে। বাবরের মুক্তির খবর পেয়ে তার নির্বাচনি এলাকা থেকে ঢাকায় এসেছেন অনেক মানুষ। কারা ফটকে তাকে বরণ করার প্রস্তুতিও নেন তারা।


জানা গেছে, কারামুক্তির পর লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ঢাকার নিজ বাসায় ফিরে যাবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫